অপেক্ষার অবসান। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ এপ্রিল ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের মঞ্চ থেকে এদিন উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ার একদিন আগে সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি করা হয়েছে এই মন্দির।গত বছর ১১ ডিসেম্বর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি ঘোষণা করেছিলেন ২০২৫ সালে এপ্রিলের মধ্যে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। এমনকী চলতি বছরে রথযাত্রার উৎসবে তিনি দিঘার এই মন্দিরে আসবেন বলে জানিয়েছিলেন। সেই পরিকল্পনা মতোই রথের আগে অক্ষয় তৃতীয়ার সময় খুলে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা।প্রায় ২২ একর জমির উপর প্রায় ২০০ কোটি টাকা খরচে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে তৈরি এই মন্দির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =