বিয়ের পর থেকে একাধিক ‘ঝড়ে’র মুখোমুখি হয়েছেন দিলীপ-রিঙ্কু। এসবের মাঝেই এবার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত সময় কাটাতে ত্রিপুরা সফরে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে সেখানে গিয়েও নবদম্পতিকে দেখা গিয়েছে দলের কর্মীদের মাঝেই। শোনা যাচ্ছে, আগামিকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন দিলীপ ঘোষ।

বিয়ের পর থেকেই বারবার কটাক্ষের শিকার হচ্ছেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। তবে দিলীপ যে রয়েছেন দিলীপেই, তা তিনি বুঝিয়ে দিয়েছেন বরাবরই। আক্রমণের পালটা দিতে পিছপা হননি কখনই। এসবের মাঝেই রিঙ্কুদেবীর প্রথমপক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে নবদম্পতিকে নিয়ে কাটাছেঁড়া চরমে ওঠে। যুবকের পরিণতির জন্য একাংশ দায়ী করেন রিঙ্কুকেই। যদিও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, একাধিক শারীরিক সমস্যা ছিল যুবকের। একমাত্র ছেলের মৃত্যু, তার উপর পারিপার্শ্বিক চাপ, জোড়া চাপ কার্যত বিধ্বস্ত করে দিয়েছিল রিঙ্কুকে। সেই ঘা এখনও টাটকা। এসবের মাঝেই ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা সফরে গেলেন দিলীপ ঘোষ। দলের কাজ থেকে কদিন তিনি ছুটিতে বলে জানালেও এদিনও কর্মীদের মাঝেই দেখা যায় বিজেপি নেতাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =