আমাকে বিজেপি একটা জায়গা দিয়েছিল! তৃণমূলে যোগ নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ ?

মোদি, শাহের সভা তো দূর-অস্ত, নয়া রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানেও নাকি ডাক পাননি দিলীপ ঘোষ। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ। সেখানেই তৃণমূলে যোগ প্রসঙ্গে মুখ খোলেন বিজেপি নেতা। তিনি বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনওটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। এরপরই তিনি বলেন, আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না, মন্তব্য দিলীপ ঘোষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 2 =