পেশায় আইটি কর্মী। সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। এখন শহরের বাইরে রয়েছেন রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয়। তাই মায়ের বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে মা যে নতুন জুটি বেঁধেছেন, তাতে তিনি ভীষণ খুশি। তিনি বলেন, ‘আমি বিয়েতে থাকতে পারছি না। আমি গুড ফ্রাইডের ছুটিতে এখন শহরের বাইরে। তবে আমার থাকার ইচ্ছা ছিল। একশো বার আমার মত আছে। মায়ের জন্য আমি খুব খুশি। আমি আনন্দিত যে, মা অবশেষে একজনের সঙ্গে ‘সেট্ল ডাউন’ করছেন এবং ওঁরা একই আদর্শে বিশ্বাসী, এমনই বলছেন রিঙ্কুর পুত্র সৃঞ্জয়।