গত রবিবার, পানাগড়ের ভয়াবহ দুর্ঘটনায় চন্দননগরের তরুণীর মৃত্যু নিয়ে তোলপাড় গোটা রাজ্য। যদিও পুলিশ সূত্রে খবর যে, রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে কোনও ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি। বরং গাড়ি রেষারেষির বলি হয়েছেন ইভেন্ট ম্যানেজার সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। কিন্তু পানাগড়ের ঘটনার পর ৩৬ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও, মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যেই আটক করা হল বাবুল যাদব নামে এক অভিযুক্তকে।