হাড্ডাহাড্ডি লড়াই ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি-র। এই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, নাওরেম মহেশ সিং এবং লাল চুনুঙ্গা। পঞ্জাবের হয়ে একমাত্র গোলটি করেন পুলগা ভিদাল। সবথেকে বড় কথা, এই জয়ের পাশাপাশি ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লিগ টেবিলের দশম স্থানে উঠে এসেছে। এই মরশুমে সপ্তম জয়লাভ করল। ম্যাচের ১৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।বক্সের বাঁ-দিকে কঠিন একটি অ্যাঙ্গেল থেকে তাঁর বাঁ পায়ের শট লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি এনে দিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল। ৪৬ মিনিটে দ্বিতীয় গোলের লিড নেয় ইস্টবেঙ্গল এফসি।এরপর ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটা আসে। গোল করলেন ইস্টবেঙ্গলের মিজো ফুটবলার লাল চুনুঙ্গা। ৫৩ মিনিটে সেট-পিস সিচ্যুয়েশন থেকে তাঁর ডান পায়ের জোরাল শট বটম লেফট কর্নার দিয়ে পঞ্জাবের জালে জড়িয়ে যায়। এই ব্যবধান লাল-হলুদ সমর্থকদের মুখে স্বস্তির হাসি এনে দিয়েছে। তবে ৬১ মিনিটে পঞ্জাবকে কিছুটা হলেও লজ্জার হাত থেকে বাঁচালেন এজিকুয়েল ভিদাল।

রেগুলেশন টাইমের পর আরও ৯ মিনিট অতিরিক্ত খেলানো হয়েছিল। ৯৯ মিনিটে মেসি বাউলি একটা গোলের সুযোগ পেলেও বলটা বক্সের অনেকটাই বাইরে দিয়ে বেরিয়ে যায়। পাঞ্জাবের ভিদাল ব্যবধান কমালেও টিমকে লড়াইয়ে ফেরাতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =