সিজিও কমপ্লেক্সে ED-র জেরা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মানিক ভট্টাচার্য। গ্রেফতারির পর থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে মানিক ভট্টাচার্যকে।বুধবার সকাল থেকে তাঁকে ED দফতরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরমধ্যে সন্ধ্যার দিকে আচমকা অসুস্থ বোধ করেন তিনি।শ্বাসকষ্ট অনুভব করেন তিনি।এর ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত,মঙ্গলবার সকালে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করার পরই সর্বপ্রথম মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ঘণ্টা দু’য়ের তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, হাসপাতালে তাঁর কোনওরকম শারীরিক জটিলতা ধরা পড়েনি। এদিকে, বুধবার আচমকাই শ্বাসকষ্টের অভিযোগ করেন মানিক।প্রাথমিক শিক্ষক নিয়োগের সময়ে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষামন্ত্রী, আর মানিক ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। বরাবরই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই দু’জনের ভূমিকা কী ছিল, তা জানতে তদন্ত করছে ED।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 11 =