বিকৃত ছবি নিয়ে অবশেষে পুলিশে অভিযোগ বহিস্কৃত TMCP নেত্রীর !

হেনস্থা নিয়ে মুখ খোলার ১৩ দিন পরে থানায় অভিযোগ দায়ের করলেন সাসপেন্ডেড TMCP নেত্রী রাজন্যা হালদার। অভিযোগপত্রে তিনি লিখেছেন, তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছা করে এআই প্রযুক্তিতে বানানো তাঁর বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে।

অভিযোগপত্রের সঙ্গে তাঁর কয়েকটি বিকৃত ছবি, যেগুলি ছড়ানো হয়েছে বলে অভিযোগ, পুলিশকে দিয়েছেন রাজন্যা হালদার। তার দাবি, তাঁকে আরও কালিমালিপ্ত করতে, কেউ কেউ বিকৃত ছবিগুলিকে আসল বলে চালাতে চাইছেন। তবে অভিযোগপত্রে কারও নাম উল্লেখ করেননি রাজন্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + fifteen =