বড়বাজারে উদ্ধার লক্ষ টাকারও বেশি জাল নোট! STF-এর জালে ২ ?

বড়বাজারে জাল নোটের কারবারের পর্দাফাঁস। কলকাতা পুলিশের STF-এর হাতে গ্রেফতার ২ জন। ধৃত মহম্মদ আখতার, মহম্মদ আবিদ কলকাতার নারকেলডাঙার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বড়বাজারে অভিযান চালানো হয়। ২ জনকে পাকড়াও করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩ লক্ষ ৩ হাজার ১০০ টাকার জাল নোট। এতদিন জেলা থেকে আসত জাল নোট, এবার খাস কলকাতায় জাল নোটের কারবার, কপালে ভাঁজ বাড়ছে তদন্তকারীদের। জাল নোট বড়বাজারের মতো ব্যবসায়িক কেন্দ্রে কেন আনা হয়েছিল? তাহলে কি বড়বাজার থেকে জাল নোট ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল? এই কারবারে কি ব্যবসায়ীরাও জড়িত? তদন্তে STF-এর গোয়েন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =