যাদবপুরকান্ডে ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার এফআইআর দায়ের করা হল। প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়। পুলিশের কাছে তিনি অভিযোগ জানালেও, প্রথমে এফআইআর গ্রহণ করা হয়নি। পরে আদালতের হস্তক্ষেপে অভিযোগ রুজু হয়েছে।

বিচারপতি বলেন, ‘FIR নেওয়া হয়নি কেন?’ এরপর আদালত নির্দেশ দেয়, ইন্দ্রানুজ রায়ের অভিযোগকে এফআইআর হিসাবে গ্রহণ করতে হবে। আদালতের এই নির্দেশের পর, পুলিশ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − seven =