স্থানীয় সূত্রে জানা যায় , হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় রবিবার ভোরে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। বর্তমানে এখন আগুন নিয়ন্ত্রণে। এই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার (PBSD) এর উদ্যোগে বিনামূল্যে রেডিমেড পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
কারখানার এক কর্মী বলেন, ‘ভোরে উঠে দেখি কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে কারখানার গার্ড সহ অন্যান্যদের জানাই। মালিককে ফোন করি। তারপরে আমরা দমকলে খবর দিই। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ‘
দমকলের আধিকারিক রঞ্জন কুমার ঘোষ বলেন, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যাবে। দমকলের ছটা গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে । দুটো এক্সট্রা পাম্প বসানো হয়েছে। পাশের গোডাউন থেকে জল নিয়েও আগুন নেভানো হচ্ছে।