গাইসাল স্টেশনে একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন,আতঙ্কে যাত্রীরা ! আগুন লাগে ট্রেনের পেছনের ইঞ্জিনে। পেছনের ইঞ্জিনে ধোঁয়া দেখে ট্রেনের ম্যানেজার চালকের সাথে যোগাযোগ করে ট্রেনটি থামাতে সক্ষম হয়। এরপরেই দাউ দাউ করে আগুন লেগে যায় পেছনের ইঞ্জিনে। ট্রেনটি শিলিগুড়ি জংশন থেকে মালদা কোর্ট স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সাময়িকভাবে ওই লাইনে সব ট্রেনকে থামিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেলের কর্মীরা। তবে আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে বলে রেল সুত্রে জানা গেছে।
শিলিগুড়ি থেকে মালদাগামী এই ট্রেনটি দুপুর ২টো নাগাদ গাইসাল স্টেশনে এসে পৌঁছায়। পিছনে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন এক কর্মী। সঙ্গে সঙ্গে তিনি চালককে ফোন করে ট্রেন থামাতে বলেন। গাইসাল স্টেশনেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। যাত্রীরা সেই ধোঁয়া দেখতে পেয়ে ট্রেন থেকে এলোপাথাড়ি ছোটাছুটি শুরু করেন। ট্রেন থেকে তাঁরা নেমে পড়েন। গাইসাল স্টেশনে যে কর্মীরা ছিলেন, তাঁরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর স্থানীয় ইসলামপুরের দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নেভানো হলেও, যে ইঞ্জিনে আগুন লেগেছিল সেটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনও খবর নেই।