শিয়ালদহ স্টেশনে লোকাল ট্রেনের কামরায় আগুন, এদিন ভোর পৌনে চারটে নাগাদ এই ঘটনায় হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে। ভোর হলেও শুনশান ছিল না শিয়ালদহ স্টেশন চত্বর। ফলে ট্রেনের কামরা থেকে ধোঁয়া বের হতে দেখে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। যদিও ট্রেনের ওই কামরায় কোনও যাত্রী ছিল না বলে সূত্রের খবর। তাই এড়ানো গিয়েছে অপ্রীতিকর ঘটনা। আগুনের ফুলকি দেখে প্ল্যাটফর্মে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তৎপরতার সঙ্গে রেলকর্মীরা বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। রেকটি খালি থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ভোরে প্রথম নৈহাটি লোকাল ধরার জন্য সে সময়ে যাত্রীদের ভিড় ছিল স্টেশন চত্বরে। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অফিস টাইম না হওয়ায় বিপদ এড়ানো গিয়েছে বলে জানা যায়। এ দিন ৪টে ১৯ মিনিট নাগাদ প্রথম নৈহাটি লোকালে রওনা দেন নিত্যযাত্রীরা।