ভারতীয় মৎস্যজীবীদের তৎপরতায় সাগরদ্বীপের কাছে ডুবন্ত বার্জ থেকে উদ্ধার করা হল ১২ জন বাংলাদেশি নাবিককে৷ উদ্ধারের পরে তাঁদের তুলে দেওয়া হয় সাগর থানার পুলিশের হাতে৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘সি ওয়ার্ল্ড’ নামে বাংলাদেশি পণ্যবাহী বার্জটি বজবজ থেকে বাংলাদেশে যাচ্ছিল। পথে সাগরদ্বীপের কাছে গত কাল দুপুরে এই বিপত্তি ঘটে। নাবিকদের দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কাল দুপুরে মুড়িগঙ্গা নদীতে চড়ায় ধাক্কা মারে বার্জটি। পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে তাতে৷ স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এর পরে ডুবন্ত বার্জ থেকে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়৷ সূত্রের খবর বাংলাদেশি নাবিকদের দাবি, রাস্তা দেখিয়ে তাঁদের যে পাইলট নিয়ে যাওয়ার কথা ছিল, তারা নিয়ে যায়নি। এর ফলে ঠিক মতো পথ চিনতে পারেননি তাঁরা ৷ সে কারণে বার্জটি চড়ায় ধাক্কা দেয়। তাঁদের প্রাণ বাঁচানোর জন্য স্থানীয় মৎস্যজীবী এবং পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বাংলাদেশি নাবিকেরা ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 16 =