কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ছেলেকে রাস্তায় ফেলে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে! এই ইস্যুতে বিধাননগর থানার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যুবকের পরিবার। মামলা দায়ের হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বৃহস্পতিবারই দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।
সৌরীন্দ্র নারায়ণ রায় নামের এক আইনজীবী অভিযোগ করেছেন। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের মামলার রুজু হয়েছে। আবেদন জানিয়েছেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী। মামলা দায়েরের অনুমোদন মিলেছে এবং আজই শুনানি হওয়ার কথা।
সল্টলেকের এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন প্রবীণ আইনজীবী মনুজেন্দ্র নারায়ণ রায়, প্রাক্তন বিচারপতি রণেন্দ্র নারায়ণ রায়ের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পুলিশকর্মীদের হঠাৎ হামলায় তাঁর বাঁ দিকের পেলভিক হাড়ে চিড় ধরা পড়েছে। বর্তমানে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘটনাটি ঘটেছে ২০ আগস্ট রাত প্রায় ১০টা ৪০ মিনিট নাগাদ, সল্টলেকের এ কে ব্লকে। এ ব্যাপারে মনুজেন্দ্রবাবুর ছেলে সৌরীন্দ্র নারায়ণ রায় সরাসরি হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার ও বিধাননগর ইস্ট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।