ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পরিচারকের দেহ উদ্ধার হয়েছে। পরিচারক ও গাড়ি চালকের মধ্যে বচসার জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! পি কে ও তাঁর স্ত্রী-র অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তাঁদের মেয়েরা। পি কে-র সল্টলেকের বাড়িতে দেহ উদ্ধার। বাড়ির ১ পরিচারকের দেহ উদ্ধার। ২ পরিচারকের মধ্যে মারামারির জেরে মৃত্যু, ধারণা পুলিশের। এক পরিচারক অন্য় পরিচারকেরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − eight =