পরীক্ষার সময় খাতা দেখায়নি, অভিযোগ সেই অপরাধে দশম শ্রেণির ছাত্রকে গুলি করে খুন করল সহপাঠী। ঘটনাটি ঘটেছে বিহারের সাসারামে। জানা যাচ্ছে গুলি চলার ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দশম শ্রেণির ওই পড়ুয়া।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ ফেব্রয়ারি থেকে শুরু হয়েছে বিহারের মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে দশম শ্রেণির পড়ুয়ারা। সেই পরীক্ষার উত্তরপত্র দেখানো নিয়েই বিবাদ বাঁধে দুই পড়ুয়ার মধ্যে। গত বুধবার পরীক্ষা চলাকালীন এক ছাত্র সাফ জানিয়ে দেয়, উত্তরপত্র দেখাবে না। তার পালটা সুর চড়ায় অন্য একদল ছাত্র। তবে পরীক্ষাকেন্দ্রে অশান্তি হয়নি দুপক্ষের মধ্যে।

তবে গত বুধবার অশান্তি মিটে গেলেও ক্ষোভে ফুঁসছিল অভিযুক্ত ছাত্র। পরের দিন পরীক্ষা শেষে ২০ থেকে ২৫ জন পরীক্ষার্থী হেঁটেই বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তার মধ্যে আচমকা দলবল নিয়ে হাজির হয় অভিযুক্ত ছাত্র। যে সহপাঠী উত্তরপত্র দেখায়নি, তাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযোগ। জানা গিয়েছে, গুলি লাগে দুই ছাত্রের গায়ে, তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − sixteen =