সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্টেশনে রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। তাই যাতে রেল সফরকে আরও উন্নত এবং সুরক্ষিত করা যায় সেকারণে পূর্ব রেলের হালিশহর ও নৈহাটি সেকশনে গুরুত্বপূর্ণ কাজ শেষ করল রেল কর্তৃপক্ষ।

সাম্প্রতিক কালে একাধিক রেল দুর্ঘটনার খবর যাত্রীদের কিছুটা হলেও আশঙ্কা এবং অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। তাই রেলের সার্বিক পরিকাঠামো সংস্কার থেকে শুরু করে ধাপে ধাপে কবজ ব্যবস্থা লাগু করার দিকে আরও বেশি করে জোর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। আর সেই কাজের অঙ্গ হিসেবে পূর্ব রেলের হালিশহর-নৈহাটি সেকশনের মধ্যে পয়েন্ট পরিবর্তন থেকে শুরু করে ট্র্যাককে আরও মজবুত করার কাজ শেষ হয়েছে। এর ফলে যেমন যাত্রী নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যাবে তেমনই ট্রেনের গতি আরও বৃদ্ধি পাবে।

এই কাজ সম্বন্ধে শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানান, হালিশহর-নৈহাটি সেকশনের এই কাজ একদিকে যেমন যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করবে অন্যদিকে, ট্রেন যাত্রাকে আরও আরামদায়ক ও মসৃণ করে তুলবে। পুরোনো পয়েন্ট প্রযুক্তির পরিবর্তে অত্যধিক পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর ফলে ট্রেনের গতি বাড়বে । পাশাপাশি সিগন্যাল ফেইলিয়রের ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে। এমনটাই দাবি রেল কর্তৃপক্ষের ৷

উল্লেখযোগ্যভাবে, পুরো কাজ নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই শেষ করা গিয়েছে বলেই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ধাপে ধাপে রেলের আধুনিকীকরণ যেমন করা হচ্ছে, তেমনই পুরনো যন্ত্রাংশে বাতিল করে আরও উন্নত এবং মজবুত সামগ্রী বসানো হচ্ছে। 52 কেজি ওজনের রেলের পরিবর্তে 60 কেজি ওজনের রেল বসানো হয়েছে। এর ফলে ট্র্যাকের শক্তি যেমন বাড়বে, তেমনই ট্রেনের গতিও বাড়াবে। মাটির উপরে এই কাজ করার জন্য ট্র্যাকের নীচের মাটিকে আরও শক্তিশালী করার জন্য যথাযত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =