সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চল গোসাবা ক্রমশ তীব্র পানীয় জলের সংকটে ভুগছে। চারিদিকে বিস্তীর্ণ নোনাজলের নদীর ,মাঝখানে অবস্থিত এই দ্বীপে ভূগর্ভস্থ মিষ্টি জলের স্তর প্রায় নেই বললেই চলে। প্রশাসনের তরফে জলের পরিশোধন করে সরবরাহের ব্যবস্থা থাকলেও, তা পর্যাপ্ত নয় বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের অভিযোগ, অনেক সময় জল আসে পাঁচ থেকে ছ’দিন পর। আর যেটুকু জল পাওয়া যায়, তা এতটাই কম পরিমান যে, অনেকেই সেই জল ব্যবহার ও পান করতেও ঠিক থাকে পারেন না স্থানীয়রা । কোথাও কোথাও আবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যে জল আনতে যেতে হচ্ছে এক কিলোমিটার বা তারও বেশি দূরের গ্রামে।এলাকার মানুষ ক্ষোভ জানিয়ে বলেন, স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ। একাধিক পরিবার বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। প্রতিদিনের রুটিনে পানীয় জল জোগাড় করাই যেন এখন প্রধান ও কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।অত্যন্ত সমস্যায় আছেন স্থানীয়রা। স্থানীয় বিরোধী নেতারাও এ প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। অবিলম্বে টেকসই সমাধানের দাবি উঠেছে সব মহল থেকেই।