সূত্রের খবর, পুজোর দিনে (অষ্টমী বাদে) রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা চালু থাকবে। যদিও ষষ্ঠী পড়েছে রবিবার, তাই নিয়ম অনুযায়ী, এদিন রাজ্যের অধিকাংশ সরকারি হাসপাতালের আউটডোর বন্ধই থাকবে।
তবে ছুটির দিনে কর্মী সঙ্কট ঠেকাতে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে রোস্টার তৈরি হয়ে গিয়েছে অনেক আগেই। প্রয়োজনে সাহায্যের জন্য খোলা থাকছে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমও।
সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলিও পুজোর সময় পরিষেবা দিতে প্রস্তুত। শহরের একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর দিনগুলিতে চালু থাকবে ইমার্জেন্সি, আউটডোর, রক্ত ও রোগপরীক্ষার বিভাগ।