আজ যাদবপুর, কলকাতা সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিকেল পাঁচটায় এই ভার্চুয়াল বৈঠকে সমস্ত উপাচার্যদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলনের ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছিল রাজভবন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে আচার্যের কাছে। তার মধ্যেই উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।