একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলদেশ সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং তাঁর পরিবারের স্বার্থের সঙ্গে সম্পর্কিত ৩১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল বাংলাদেশ আদালত। এই অ্যাকাউন্টগুলিতে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে বলে সূত্রে খবর। দুর্নীতির দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই নির্দেশ দেন। এর আগে গত ১১ মার্চ শেখ হাসিনা, তাঁর ছেলে এবং মেয়ে এবং বোন ও তাঁদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত ১২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছিল আদালত।শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, হাসিনাকে ফেরত আনার জন্য ইন্টারপোলের সাহায্যও নিয়েছে ইউনূস সরকার।