তমলুক ব্লকের খামারচক হাইস্কুলে SSC পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে শিক্ষক নিয়োগের ঘটনায় ভুয়ো শিক্ষক অয়নকুমার দাসকে গত ১০ই মার্চ গ্রেফতার করেছিল সিআইডি। অভিযোগ ছিল কোন পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে স্কুলে নিয়োগ করা হয়েছিল এবং ২০১৯ সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে বেতন পেতেন তিনি। সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়নকুমার দাস ভুয়ো শিক্ষক হিসেবে ধরা পড়ে। জেলা বিদ্যালয় পরিদর্শক গত ৬ মার্চ তমলুক থানায় এফআইআর করেন বলে যানা যাই।