পশ্চিম মেদিনীপুরের শালবনীতে দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে শালবনীর মুন্ডলকুপি রেলগেট। গ্রামবাসীদের যাতায়াতের সড়ক পথের এই একটি মাধ্যম। তবে রেল কর্তৃপক্ষ সেটিকে আন্ডার বাইপাস করার সিদ্ধান্ত নিয়েছিল কয়েক বছর আগে। তবে তা সেই স্থানে না হয়ে শালবনীতে করা হয়েছে আন্ডার বাইপাস। তারপরেই রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ওই রেল গেটটি তুলে দেওয়া হবে। যার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। এলাকার সাধারণ মানুষের অভিযোগ কাউকে কিছু না জানিয়েই রেল কর্তৃপক্ষ রাতের অন্ধকারে এই গেটটি তুলে দিতে চাইছে। গেট তুলে দিলে কিভাবে সাধারণ মানুষ যাতায়াত করবে। এই প্রশ্ন নিয়েই আধিকারিক এর কাছে গেলে তারা কার্যত মুখে কুলুপআটে। যার ফলে রেল গেট তুলতে আসা রেল কর্মী ও আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ায় গ্রামবাসীরা। তারা খোল কীর্তন সহযোগে রেল অধিকারীদের কাছে ওই গেটের সামনে বিক্ষোভ দেখায়। দফায় দফায় চলে বিক্ষোভ, তবে দূরপাল্লার ট্রেনকে তারা ছেড়ে দিচ্ছেন যাত্রী জন সাধারণের কথা মাথায় রেখে। তাদের দাবি হলের রেলগেট রাখতে হবে নতুবা আন্ডার বাই পাস তৈরি করতে দিতে হবে। না হলে এলাকার মানুষ যাতায়াত করতে পারবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 14 =