প্রায় ১৩ মাস জেলবন্দি সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। এখন তিনি জেলে বসেই ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। সরবেড়িয়া অঞ্চলের একটি পরিবারের দাবি, ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগ করেছে বলে তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন শাহজাহান এবং তাঁর ‘বাহিনী’। আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন মণ্ডল পরিবারের সদস্যেরা।
সন্দেশখালির পুরাতন সরবেড়িয়া এলাকায় বাড়ি মণ্ডল পরিবারের। মণ্ডল পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে শাহজাহানের ‘অনুগামী’ মফিজুল মোল্লা ফোন করেন তাঁদের। ফোনটি ধরেন পরিবারের কর্তা রবিন মণ্ডল। তখন ‘কনফারেন্স কল’-এ শাহজাহান তাঁকে হুমকি দেন বলে জানিয়েছেন রবিন। তার পর থেকে আতঙ্কিত রবিনরা। তিনি জানিয়েছেন, পুরো ঘটনার বিবরণ-সহ মঙ্গলবার ইডি-কে বিষয়টি জানিয়েছেন। রবিন বলেন, ‘‘মফিজুল মোল্লা শাহজাহানের অনুগামী। শাহজাহানের মাছের আড়তে কাজ করত। মফিজুল হঠাৎই বলে, ‘ভাই ফোন করেছে, কথা বল। আমি তখন ফোন ধরে বলি, ‘কে বলছেন?’ ফোনের উল্টো দিক থেকে বলে, ‘আমি শেখ শাহজাহান বলছি। তার পরে বলে, ‘খুব বাড় বেড়েছিস। তোরা মার্কেট নিয়ে অতি বাড়াবাড়ি করছিস। তোদের বাড়িঘর ভাঙচুর করব। বোমাবাজি করে দেব। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব, বলে জানা যাচ্ছে সূত্র মারফত।