তৃণমূলের ২১ জুলাই সভা নিয়ে একগুচ্ছ নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। ২১ জুলাই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে নির্দেশ হাইকোর্টের। আদালতের নির্দেশ ,সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল ৯টার মধ্যে ওই মিছিল যেখানে থাকবে, সেখানেই থামাতে হবে। পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোনও যানজট না হয়। কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, সেন্ট্রাল কলকাতা এবং তার আশেপাশের ৫ কিমি এলাকায় কোনও যানজট যাতে না হয়, কলকাতার পুলিশ কমিশানরকে তা নিশ্চিত করতে হবে।বেলা ১১টার পরে আবার মিছিল যেমন যায়, তেমন যাবে। ফুটপাথ বাঁশ দিয়ে ঘিরে দিতে হবে, কেউ যাতে রাস্তায় নামতে না পারে। তৃণমূলের ২১ জুলাই সমাবেশ নিয়ে নির্দেশ হাইকোর্টের।
তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচির কারণে মধ্য কলকাতায় যানজট তৈরি বলে অভিযোগ ওঠে। ধর্মতলায় কেন একটি দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়, এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন।