রাজ্যের OBC তালিকা নিয়ে জটিলতায় স্কুল কলেজে ভর্তি ঘিরে যখন উদ্বেগ, আশঙ্কা বাড়ছে, ঠিক সেই সময়ে আশার আলো দেখাল হাইকোর্ট। গত বছর হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছিল ২০১০ ও তার পরের ওবিসি তালিকা। বুধবার হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আওতায় ভর্তি নিয়ে জটিলতার নিরসনে ২০০৯–এর ওবিসি তালিকা মানার রায় দিয়েছে। সেই তালিকায় যে ৬৬টি শ্রেণি চিহ্নিত, তারাই নিয়মমতো সংরক্ষণের সুযোগ পাবে বলে জানিয়ে দিয়েছে সিঙ্গল বেঞ্চ। ১৯৯৭ ও ২০১১–এর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংরক্ষণের হার ৭ শতাংশ। ২০০৯ এর তালিকায় অবশ্য OBC (এ) ও OBC (বি) বিভাজন ছিল না।
এই রায়ে রাজ্যের স্কুল কলেজে ভর্তি এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক বছর ধরে চলা জটিলতায় এই প্রথম সমাধানের একটা পথ খুলল বলে মনে করছেন আইনজীবীদের বড় অংশ। এমনিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের গত বছরের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। সে মামলা এখনও চলছে।