SSC নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলায় রাজ্যের কাছে নথি তলব হাইকোর্টের।

SSC -র নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলায় রাজ্যের কাছে এবার একগুচ্ছ নথি তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ২৬ হাজার চাকরি খারিজের চ্যালেঞ্জ মামলায় সুপ্রিম কোর্টে ইতিমধ্যে নথি জমা দিয়েছে রাজ্য। সেই সমস্ত নথি আগামী শুনানিতে জমা দিতে হবে হাইকোর্টে। সোমবারের শুনানিতে তার জবাব দিতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। নতুন করে পরীক্ষা নিতে হবে বলেও সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়। সেজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সুপ্রিম নির্দেশ মেনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সেই হিসেবে জুন মাসের শুরুতেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টের দাগিয়ে দেওয়া ‘অযোগ্য’রা অংশ নিয়েছেন বলে দাবি করেন মামলাকারীরা। তাতে গত সোমবার নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’দের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 7 =