২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করেছিল উচ্চ আদালত। হাইকোর্ট নির্দেশ দেয়, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট, ১৯৯৩ অনুযায়ী OBC-দের নতুন তালিকা তৈরি করতে হবে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর করায় রাজ্যের ‘অনিচ্ছা’ ও ‘উদাসীনতায়’ চরম ক্ষুব্ধ হাইকোর্ট। আর তাই,গাফিলতিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আগামী ১২ মার্চ দুপুর দুটোয় এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।ইতিমধ্যে হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেখানে এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। এখনও সেখানে চূড়ান্ত শুনানি চলছে। তারপরেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকরে অনীহা তাই নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে মূল মামলাটি বিচারাধীন থাকলেও ৬ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। সেক্ষেত্রে মূল মামলার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + two =