সম্প্রতি হুগলি বিজেপিতে সভাপতি বদল হয়েছে। আবার সেই পুরোনো মুখেই ভরসা রেখছে বিজেপি। নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন গৌতম চ্যাটার্জি। আর সেই নিযুক্তির পরেই হিন্দুত্বের জিগির তুলে ব্যানার পড়ল হুগলি সদর শহর চুঁচুড়ায়। চুঁচুড়া ঘড়ির মোরে নবনিযুক্ত সভাপতি গৌতম চ্যাটার্জির ছবি দিয়ে বিজেপির ব্যানার লেখা হয়েছে, ‘হিন্দু-হিন্দু ভাই ভাই, ২৬ শে এবার বিজেপি চাই’। রবিবার সকাল থেকেই এই ব্যানারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অপরদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেছেন, ‘বিজেপির নতুন সভাপতি হয়েছে। সভাপতির গলায় মালা দিয়ে ব্যানার লাগিয়ে দিয়েছে। অতি উৎসাহী বিজেপি কর্মীরা ভুলে গেছেন, এটা পশ্চিমবঙ্গ। এখানে সবার উপরে মানুষ। আর সেই মানুষেরই নেত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দুর আশা কখনও পূরণ হবে না। ওঁর বারা ভাতে ছাই পড়বে, মন্তব্য অসিত মজুমদারের।