ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের শোকজের উত্তরে সন্তুষ্ট নয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। মঙ্গলবার কমিটির তরফে হুমায়ুনকে ডেকে পাঠানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেখানেই তাঁকে কড়া নির্দেশ দেওয়া হবে। তাঁর আচরণ সম্পর্কে দলের অভিমতও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত ,রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন কিছু কথা বলেছেন। তাঁর ওই মন্তব্যের জেরে তাঁকে কারণ দর্শাতে বলে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তৃণমূল সূত্রে খবর, হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শোকজের নির্দেশ দেন। তার পর গত বৃহস্পতিবার তৃণমূল বিধায়ককে শোকজের চিঠি পাঠিয়ে দেয় তাঁর দল।