মুরলিধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে বিজয়া সম্মিলনী উদযাপন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায় এক বছর পর সেখানে পা রাখলেন দিলীপ। আর তাঁকে দেখে কার্যতই আবেগ বাঁধ ভাঙল দলীয় কর্মীদের। তাঁর নামে স্লোগান উঠল। গলা পরানো হল মালা। অথচ একদিন আগে, বিধাননগরে রাজ্য বিজেপি-র সদর দফতরে উহ্য ছিল দিলীপের অবদান। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই রকমের ছবি উঠে আসায়, বিজেপি-র অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছে তৃণমূল।
২৪ ঘণ্টার মধ্যে মুরলিধর সেনে অন্য ছবি ধরা পড়ল মুরলিধর সেন লেনে বিজেপি-র দলীয় কার্যালয়ে। সেখানে কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী উদযাপন করতে পৌঁছন সস্ত্রীক দিলীপ। তাঁকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মীরা। মালা পরানো, মিষ্টিমুখ, কিছুই বাদ যায়নি। স্লোগান ওঠে, ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’, ‘জয় শ্রীরাম’। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে ফের কোমর বেঁধে নামছেন দিলীপ? প্রশ্ন উঠছে।
যদিও বিধাননগরে দলের সদর দফতরের ফ্লেক্সে কেন বাদ পড়লেন তিনি, তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ। তাঁর বক্তব্য, এ নিয়ে আমার কিছু বলার নেইয় কেউ হয়ত লাগিয়েছে। কী উদ্দেশ্যে লাগিয়েছে আমার জানা নেই। আমি তো কাউকে নিয়ে টানাটানি করি না! আমি ঠেলে দিই, যে যাও লড়াই করো। এই রাজনীতিই করে এসেছি আমি। আমি সবার পিছনে থাকি।
