মেদিনীপুর থেকে রানিং MP-কে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া ইনজাস্টিস হলে, রানিং MLA-কে খড়গপুর থেকে সরিয়ে দেওয়াও তো ইনজাস্টিস। ২০২৬-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ব্যাপারে দিলীপ ঘোষের ইচ্ছেপ্রকাশ নিয়ে মন্তব্য করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক, হিরণ চট্টোপাধ্যায়।
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, ওঁর ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে উনি রানিং MP ছিলেন মেদিনীপুরের, এবং সেখান থেকে ওঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরে। সেটা যদি ইনজাস্টিস হয়, এখান কার রানিং MLA, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। হিরণের আশা, তাঁর সঙ্গে কোনও ইনজাস্টিস হবে না।পুরনো আসনেই লড়াই করবেন, এবং তাঁর হবে প্রচার করবেন দিলীপ ঘোষ।
হিরণ চট্টোপাধ্যায় তিনি আরও বলছেন, আমাদের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিটি থাকে, যারা সিদ্ধান্ত নেয়, কাকে কোথায় টিকিট দেওয়া হবে। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিটি আবার আমাকে এখান থেকে বলে যে, হিরণ তোমাকে আবার খড়গপুর থেকে লড়তে হবে, তো আমি আশা করব যে, মাননীয় দিলীপবাবু তিনি খড়্গপুরে এসে পার্টির হয়ে এবং আমার হয়ে দিন রাত থেকে এখানে প্রচার করবেন, বিজেপিকে জেতানোর জন্য।
