ICSE পরীক্ষায় দেশে দ্বিতীয় ও রাজ্যে প্রথম দক্ষিণেশ্বরের বৈদুর্য।

আড়িয়াদহের বৈদুর্য ঘোষ,বৈদুর্যকে সম্বর্ধনা জানাতে তার বাড়িতে কামারহাটির বিধায়ক মদন মিত্র।ICSE পরীক্ষায় ভারতবর্ষে দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করল ব্যারাকপুর মর্ডান ইংলিশ মিডিয়ামের দশম শ্রেণীর ছাত্র এবং দক্ষিণেশ্বর আদ্যাপীঠের বাসিন্দা বৈদুর্য ঘোষ।ICSE পরীক্ষায় ৪৯৮ নম্বর পেয়ে দেশে দ্বিতীয় ও রাজ্যে প্রথম স্থান অধিকার করল বৈদূর্য।বৈদূর্যর এই ফলাফলে অনেকটাই খুশি তার অভিভাবক এবং বৈদুর্য নিজে।তবে এত ভালো ফলাফল আশা করেনি বৈদূর্য ও তার অভিভাবকরা।ফলাফল জেনেই খুশির মেজাজে মেতে উঠেছে গোটা পরিবার। আত্মীয়রা আসছে দেখা করতে।খবর পেয়ে দক্ষিণেশ্বর আরিয়াদহে বৈদূর্যর বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান কামারহাটির বিধায়ক মদন মিত্র।কামারহাটি বিধানসভা কেন্দ্রের ছাত্র বৈদূর্য ঘোষ।তারই ফলাফল কামারহাটির নাম উজ্জ্বল করবে সমগ্র দেশে পাশাপাশি আগামী দিনের বৈদুর্যর পাশে থাকার বার্তাও জানালেন বিধায়ক মদন মিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =