সোমবার সকাল ৯টা নাগাদ রেড রোডে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক এবং মন্ত্রী জাভেদ খান। মমতা এবং অভিষেক সমাবেশে বক্তৃতাও করেন। দু’জনের বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল রাজ্যে এবং দেশে সম্প্রীতিরক্ষার আহ্বান। একই সঙ্গে ‘গোলমাল’ পাকানোর চেষ্টা করার জন্য কেন্দ্রের শাসকদলকেও নিশানা করেন তাঁরা। মমতা এক ধাপ এগিয়ে সিবিএম-বিজেপিকে একই বন্ধনীতে ফেলে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।” ভাষণে বরাবরের মতোই সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, সব ধর্মের প্রতিই তিনি সমান শ্রদ্ধাশীল। উপস্থিত সকলকে সাবধান করে জানান, কেউ কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন। প্ররোচনায় যেন কেউ পা না-দেন। সেই প্রসঙ্গেই তিনি বলেন, কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।