ভারত এবং কাতার দুই দেশ এক সঙ্গে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করবে।কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা ছাড়াও এই সিদ্দান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর ভারতের প্রধানমন্ত্রী এবং কাতারের আমিরের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশই সব ধরনের জঙ্গিবাদ মোকাবিলায় এক সঙ্গে কাজ করবে। ওই বৈঠকের পরে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশই দ্বিপাক্ষিক আলোচনা এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে। বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং কাতার আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের গুরুত্ব এবং কূটনীতির উপর জোর দেওয়ার কথা জানিয়েছে।