পড়শি দেশের সন্ত্রাসবাদীরা নানা ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। কিন্তু আমাদের জিরো টলারেন্স নীতির সামনেই ওরা রুখে গিয়েছে। কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার প্রসঙ্গে অমিত শাহ বলেন, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ তুলে দেওয়ার মাধ্যমে আমরা ওই এলাকার নিরাপত্তার খোলনলচেই একেবারে বদলে দিয়েছি। কাশ্মীরে গত কয়েক বছরে সন্ত্রাস হামলায় মৃত্যুর পরিমাণ কমেছে ৭০ শতাংশ। এমনকি আগের তুলনায় ভারতীয় যুবদের সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ তৈরিতেও বাঁধ পড়েছে অনেকটা।

পাকিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্তের বদলা থেকে কাশ্মীরে কেন্দ্রের ‘জিরো টলারেন্স’ নীতি সব প্রসঙ্গেই মুখ খুললেন শাহ। এদিন তিনি বলেন, এই বিশ্বে এতদিন মাত্র দুটিই দেশ ছিল, যারা নিজেদের সীমান্ত রক্ষায় প্রচণ্ড জোর দিত, একটি আমেরিকা ও অন্যটি ইজরায়েল। এরপরই শাহ বলেন, এবার থেকে সেই তালিকায় জুড়ে গিয়েছে ভারতও। পড়শি দেশের সন্ত্রাসবাদীরা নানা ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। কিন্তু আমাদের জিরো টলারেন্স নীতির সামনেই ওরা রুখে গিয়েছে। যেমন ওরা হামলা চালিয়েছে, তেমন আমরা বদলাও নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 5 =