বারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাদশ শ্রেণির ছাত্র ইন্দ্রনীল মন্ডল। এবার সুযোগ পেল নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করার। মূলত ,নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বাছাই করা ছাত্রদের নিয়ে গবেষণার কাজে অংশগ্রহণ করবার অনুমতি দেয়। তার জন্য প্রতিবছর একটা প্রতিযোগিতা হয় সেখানে একটা থিম দেওয়া থাকে তার ওপরে প্রপোজাল লিখে জমা করতে হয়। প্রথমে রিজিওনাল লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, এরপর এশিয়ান লেভেল। কমপ্লিট করার পর ইন্টারন্যাশনাল লেভেলে কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে যাবার অনুমতি। সেখানে স্পেস রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণা। ভারতবর্ষ থেকে অনেকেই পরীক্ষা দিলেও উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মোহনপুরের ইন্দ্রনীল মন্ডল কয়েক দিনের মধ্যেই পাড়ি দেবে নাসার স্পেস রিসার্চ সেন্টারে গবেষণার জন্য। তার এই সাফল্যে খুশি, ইন্দ্রনীলের পরিবার ও বাসিন্দারা।
Home কলকাতা