ISER এর এক ছাত্রের আত্মহত্যা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই‌,

ISER এর এক ছাত্রের আত্মহত্যা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই‌,

 

গত রবিবার রাতে নদীয়ার হরিণঘাটা ISER এর শুভদীপ রায় নামে এক ছাত্রের আত্মহত্যা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই‌।সুইসাইড নোটে উল্লিখিত দোষীদের গ্রেপ্তারের উদাসীন প্রশাসন, ক্ষোভ ছাত্র-ছাত্রীদের আজ ছশোরও বেশী ISER এর ছাত্র-ছাত্রী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়, তাদের দাবি মৃত্যুর পরে তার পকেট থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট পরিবারের কাছে দেওয়া হচ্ছে না, মোহনপুর থানায় শুভদীপ এর মা লিখিত অভিযোগ জানালেও এফ আই আর কপি হাতে পাননি এখনো, এমনকি জাগুলি হাসপাতালে তার মৃতদেহ মাকে দেখতে দেওয়া হয়নি পর্যন্ত‌। এ ধরনের নানা গোপনীয়তার কারণে সন্দেহ আরো দানা বাঁধছে ছাত্রছাত্রীদের মধ্যে, তারা জানতে পেরেছে ওই সুইসাইডনোটে যাদের নাম রয়েছে প্রশাসন সব জানা সত্ত্বেও তাদের এখনও গ্রেফতার করেনি। দুর্ভাগ্যজনকভাবে এক ছাত্রের মৃত্যুতে গোটা কলেজ শোকোস্তব্ধ হয়ে গেলেও ডিরেক্টরের কোনো সমবেদনা জানান তো দূরে থাক এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =