শওকত মোল্লার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে বাধা ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ উঠলো আই এস এফ এর বিরুদ্ধে। ভাঙ্গর ২ নম্বর ব্লকের মাঝেরাইট এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। ওই ব্রিজ উদ্বোধনের কথা রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। আর সেই অনুষ্ঠানের আগেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মঞ্চ ভাঙচুরের হুমকি ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ। সমস্ত অভিযোগ ওঠে এলাকার স্থানীয় ISF নেতৃত্বের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার ISF এর। ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমার সুতলি স্টোনচিপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।