এই বছরের জামাই ষষ্ঠীতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে মিষ্টির দোকানগুলিতে রয়েছে হরেক কিসিমের মিষ্টি। রসগোল্লার ১৫ টাকা পিস, আমের সন্দেশ রয়েছে ১৫ ও ২৫ টাকা পিসের। বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে আমদই। দাম প্রতি কেজি ২০০ টাকা। এ ছাড়াও মিষ্টির দোকানগুলিতে রয়েছে মালাই চপ, কালাকাঁদ, রস মালাই-সহ নানা মিষ্টি। দাম ৬ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত। এক কথায়, সাধ্যের মধ্যেই বাঙালির সাধ পূরণ।
মহিষাদলের মিষ্টি ব্যবসায়ী বলেন, প্রতি বছর আমরা জামাই ষষ্ঠী উপলক্ষ্যে নতুন রকমের মিষ্টি তৈরি করি। এ বার আমাদের জামাইষষ্ঠী স্পেশাল হলো কাঁচা ও পাকা আমের রসগোল্লা। এ ছাড়াও রয়েছে সন্দেশ, দই-সহ ৪০ থেকে ৫০ রকমের মিষ্টি।