বিকাশ ভবনের ধর্না নিয়ে একগুচ্ছ নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, সেন্ট্রাল পার্কের,সুইমিং পুলের দিকে অর্থাৎ বিকাশ ভবনের উল্টোদিকে শিক্ষক শিক্ষিকারা অবস্থান করতে পারবেন।
২০০ জন করে রোটেশানালি অবস্থান করা যাবে। ১০ জনের নাম, ফোন নম্বর-সহ পুলিশকে দিতে হবে,যাদের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করবে পুলিশ। পাশাপাশি রাজ্যকে অস্থায়ী পরিকাঠামো তৈরি করতে হবে। পুরসভা জল আর বায়োটয়লেটের ব্যবস্থা করবে বলে জানা গিয়েছে।
Home কলকাতা