ঘরশত্রু বিভীষণ! চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসে জ্যোতি পহলেগাঁও গিয়েছিলেন। ঠিক তার তিনমাস পরেই এই সবুজ উপত্যকা নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়। বুলেটবৃষ্টিতে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। সূত্রের খবর, জ্যোতির সেই পহেলগাঁও ভ্রমনই এখন গোয়ান্দাদের আতসকাচের তলায়। তদন্তকারীরা মনে করছেন, পহেলগাঁও থেকে ঘুরে আসার পর সেখানকার একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা ISI-কে পাচার করেছিলেন জ্যোতি।
জনপ্রিয় ইউটিউব ট্রাভেল ভ্লগার জ্যোতিকে পাক চরবৃত্তির অভিযোগে গত ১৭ মে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। অপারেশন সিঁদুর অভিযান চালাকালীন ISI-কে একাধিক তথ্য পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে জ্যোতির সঙ্গে যোগসাজস করে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে হরিয়ানা থেকেই এক কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। জ্যোতির সঙ্গে যোগ মিলেছে ওড়িশার পুরীর এক সুন্দরী ইউটিউবারেরও। তাঁর তত্ত্বাবধানেই গত বছরের সেপ্টেম্বরে জগন্নাথ মন্দির ও কোনারক মন্দির পরিদর্শন করেছিলেন জ্যোতি।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন পুলিশ সুপার উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা কি শুধুই কাকতালীয় যে চলতি বছরের জানুয়ারিতে জ্যোতি পহেলগাঁও এসেছিলেন। নাকি এর পিছনে অন্য কোনও ব্যাপার রয়েছে? ইতিমধ্যেই পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির যোগসূত্র মিলেছে। তাহলে কী পহলেগাঁওয়ের একাধিক তথ্য জ্যোতি দানিশকে দিয়েছিলেন?