এক্সপ্রেস ট্রেনে আগুন ? ফের আতঙ্ক রেলসফরে!

ফের রেলসফরে আতঙ্ক। কর্ণাটকের রামনগরে হামসফর এক্সপ্রেসে আগুন লেগে গিয়ে ছড়াল চাঞ্চল্য। আতঙ্ক গ্রাস করল যাত্রীদের। গত বছরের একের পর এক রেল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা মানুষের মনে। সদ্যই ঘটে গিয়েছে আমদাবাদে বিমান দুর্ঘটনা। তাই যাত্রীরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ট্রেনের একাংশে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে সূত্রের খবর, বেঙ্গালুরু সাউথ জেলায় প্যালেস কুইন হামসফর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বৃহস্পতিবার বেলা ১১:২০ মিনিটে চান্নাপটনা অতিক্রম করার মাত্র চার মিনিট পর, লোকোপাইলট মহীশূর-উদয়পুর ট্রেনটি (নম্বর ১৯৬৬৮) থামিয়ে দেন। তিনি লক্ষ করেন, ট্রেনের একাংশ থেকে ধোঁয়া এবং আগুন বের হচ্ছে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিক সময়ে সতর্ক হয়ে যাওয়ার ফলে বড় বিপদ ঘটেনি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিষয়ে কোনও অভিযোগও দায়ের এখনও করা হয়নি।

ঠিক সময়ে বিষয়টি লোকোপাইলটের নজরে আসে। তিনি দ্রুত সিদ্ধান্ত নেন। খবর দেন কন্ট্রোল রুমে। অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে তড়িঘড়ি কাজ শুরু করে, আগুন নিয়ন্ত্রণে আনে। রেল পুলিশের সহায়তায় পুরো বিষয়টিই সামলে নেওয়া সম্ভব হয়েছে বলে, রেল সূত্রে দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 11 =