অন্যায়ের প্রতিবাদ করার জন্য গ্রেফতার হতে পারেন। সেই নিয়ে আশঙ্কা রয়েছে কার্তিক মহারাজের। তবে ভয় বা নিরাপত্তাহীনতায় ভুগছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার প্রধান।

সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা নিয়ে নাম না করে কার্তিক মহারাজকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দু’তিনটে লোক আছেন। তাঁরা গন্ডগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট ধর্মনেতা। মুর্শিদাবাদে কী হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে। তবে আর কিছু প্রমাণ হাতে আসবে। তারপর সব সকলের সামনে তুলে ধরব।

সে ব্যাপারে কার্তিক মহারাজ বলেন, আমার এত বড় ক্ষমতা যে আমি ৪৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখব! আর আমি যদি দাঙ্গা করাই তাহলে মুর্শিদাবাদে কেন, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে করব। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে তাঁর দাবি, উনি আমার কথা বলছেন। উনি তো প্রশাসনের সর্বময়কর্তা। চাইলেই উনি মুহুর্তের মধ্যে আমাকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারেন। কারণ আমি এর প্রতিবাদ করছি। যেখানেই যাচ্ছি হাজারে হাজারে মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তবে এতে আমি ভীত নই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 6 =