পয়লা বৈশাখ প্রত্যেক বাঙালির কাছেই বিশেষ দিন। বেগুনি পাঞ্জাবিতে বাংলায় সংলাপ বলে নববর্ষের আনন্দে মাতল নাইট শিবির। মিষ্টিমুখের সঙ্গে খোদ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মুখে শোনা গেল শুভ নববর্ষ। পয়লা বৈশাখের সকালে কেকেআর থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য উপহার হিসেবে ছিল বেগুনি পাঞ্জাবি। নববর্ষের উপহার পেয়ে বেজায় আপ্লুত হতে দেখা যায় ‘পণ্ডিতমশাই’কে। আর তিনি একা নন, বোলিং কোচ ভরত অরুণ থেকে মায়ঙ্ক মার্কণ্ডে, চেতন সাকারিয়ারাও মাতলেন নববর্ষের উৎসবে। এরপর মিষ্টিমুখের পালা। সঙ্গে সঙ্গে হাজির এক থালা রসগোল্লা। কিন্তু মিষ্টিমুখের আগে রইল শর্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 9 =