”দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা”, রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় সংস্থার ?

কলকাতার মুকুটে ফের নয়া পালক। NCRB -র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ফের দেশের নিরাপদতম শহর তিলোত্তমা। এই নিয়ে টানা চারবার একই খেতাব জয় মহানগরীর। দেশের মোট ১৯টি শহরকে নিয়ে সমীক্ষা করা হয়। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে।

NCRB -র রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় নারী নির্যাতনের মতো অপরাধের সংখ্যাও কমেছে। ২০২৩ সালে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে ১ হাজার ৭৪৬টি। ২০২২ সালে সংখ্যাটা ছিল ১ হাজার ৮৯০। তার আগে ২০২১ সালে এই ধরনের মোট ১ হাজার ৭৮৩টি অভিযোগ জমা পড়েছে। নারী নির্যাতনের অভিযোগ কম জমা পড়ার নিরিখে দ্বিতীয় স্থানে চেন্নাই এবং তৃতীয় স্থানে কোয়েম্বাটোর। ধর্ষণের মতো ঘটনাও কমেছে বলে সূত্রের খবর। ২০২১ ও ২০২২ সালে সংখ্যাটি ছিল ১১। ২০২৩ সালের NCRB রিপোর্ট অনুযায়ী সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০। নাবালিকার যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ১৭২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =