শান্তিনিকেতনের দোল নিয়ে রাজ্য সরকার যেখানে পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের দোল উদযাপনের ভারসাম্য বজায় রেখে পদক্ষেপ নিয়েছে, সেখানে সোনাঝুরির দোল নিয়েই কুকথা দিলীপ ঘোষের। অমিত শাহের ঢঙে উল্টো করে টাঙানোর দাওয়াই দিলীপ ঘোষের মুখে। পাল্টা আদৌ যে তিনি শান্তিনিকেতনের দোলের খোঁজ রাখেন না, তা নিয়ে কটাক্ষ তৃণমূলের।

সূত্রের খবর দিলীপ ঘোষ এদিন বলেন, বন দফতর নাকি বলেছে দোল খেললে সেখানে দূষণ হবে। এটা বলার স্পর্ধা যারা করতে পেরেছেন তাদের উল্টো করে টাঙানো উচিত ওইখানেই। যারা উৎসবে বাধা দেয় তাদের দুর্যোধনের মত ধর্মসংস্কৃতিকে অপবিত্রকারী উল্লেখ করেন তিনি। এরপরই পাল্টা কুণাল ঘোষ বলেছেন আসলে উনি কোন খবরই রাখেন না। শান্তিনিকেতনে দোল উৎসব উদযাপিত হচ্ছে। মেদিনীপুরের খবরও ঠিকভাবে রাখেননি। তাই সেখানকার লোকেরা ওনাকে বের করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =