হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা!

ফের শহরে টাকার পাহাড় ফের হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে উদ্ধার ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর ট্রেন যাত্রীর কাছে থেকে ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা উদ্ধার। এই বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে না পারায়, নগদ টাকা -সহ গ্রেফতার ট্রেনযাত্রী। গুডস বিভাগে গিয়ে কয়েকটি ট্রলি অন্যত্র পাঠাতে চাইছিলেন ওই ট্রেনযাত্রী. সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের পর ট্রলি তল্লাশিতে মেলে সাড়ে ৩৭ লক্ষের বেশি টাকা।
কোথা থেকে এল বিপুল পরিমাণ টাকা, ট্রেনযাত্রীকে জেরা করছেন আয়কর দফতরের আধিকারিকরা। ওই ট্রেনযাত্রীর নাম টি কে যাদব, ধৃত যুবকের বাড়ি বালির রাজচন্দ্রপুরে বলেই পুলিশ সূত্রে খবর।

হাওড়া স্টেশন থেকে উদ্ধার টাকার পাহাড়। আরপিএফ গতকাল হাওড়া স্টেশন থেকে ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের নগদ অর্থ সহ একজনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে ওই ব্যাক্তি স্টেশনে ট্রেন থেকে নেমেছিলেন। স্টেশন ছাড়ার সময় সন্দেহ হওয়ায় আরপিএফ কর্মীরা তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি করে ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করে। বিপূল পরিমাণ টাকা কোথা থেকে এল? তার কোন সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বিপূল পরিমাণে নগদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − three =