দিন কাটানোর জন্য লিপগ্লস হোক বা স্টেটমেন্ট উইংড আইলাইনার, ল্যাকমে গত কয়েক দশক ধরে একজন নারীর সবচেয়ে ভালো বন্ধু। শুধু আজ থেকে নয়, গত প্রায় এক শতাব্দী ধরে এ দেশের আধুনিক নারীর রূপসজ্জার শেষ কথা ‘ল্যাকমে’। স্বদেশি এই ব্র‍্যান্ডের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৭০ বছর আগে ১৯৫২ সালে, জামশেদজি টাটার হাত ধরে।

ল্যাকমে নামটি একটি ফরাসি শব্দ যার অর্থ দেবী লক্ষ্মী, যিনি পৌরাণিক কাহিনীতে তার সৌন্দর্যের জন্য পরিচিত। ল্যাকমে ছিল ফ্রান্সের একটি জনপ্রিয় অপেরা যা লিও ডেলিবেসের লেখা, যার নামকরণ করা হয়েছিল। ৫০ আর ৬০ এর দশকে বলিউডে এমন কোনও গ্ল্যামার গার্ল ছিল না, লক্ষ্মী প্রসাধনের বিজ্ঞাপনে যার মুখ দেখা যায়নি। হেমা মালিনী থেকে রেখা, শ্রীদেবী থেকে মাধুরী দীক্ষিত- ম্যাগাজিনের পাতা থেকে টেলিভিশন সর্বত্রই তাঁদের লাস্য, রূপ আর যৌবন ক্রেতাদের উদ্দীপ্ত করে গেছে বছরের পর বছর। সেসময় চলচ্চিত্রে মেক আপের জন্যও ব্যবহার করা হত লক্ষ্মীর বিউটি প্রোডাক্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 7 =